ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে রোদ পুড়ে কৃষকের ধান কেটে দিল যুবলীগ 

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৫১, ২৯ মে ২০২১

ফরিদপুরে রোদ পুড়ে কৃষকের ধান কেটে দিল যুবলীগ 

ছবি- বঙ্গবাণী

একসঙ্গে পেকেছে বেশিরভাগ মাঠের ধান। আর এই কারণেই শ্রমীক সংকটে পরেছেন ফরিদপুর সদর উপজেলার চাষীরা। প্রতিকূল আবহাওয়া কেরে নিচ্ছে অনেকের রাতের ঘুম। ঠিক এই সময়ে কৃষকের পাশে দাড়িয়েছেন ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়ন যুবলীগ। প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করে কৃষকের জমির ধান কাটছেন যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার সকালে ইউনিয়নের মোল্লা ডাংগী গ্রামের কৃষক হাবিবুর শেখের ১ বিঘা জমির ধান কেটে দেন নেতাকর্মীদের একটি দল। পরে ওই ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা।

এই ধান কাটা কর্মসূচিতে অংশ নেন ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলার সাবেক সহ-সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান (রাব্বী) খান, যুবলীগ নেতা, মোঃ মোস্তফা মোল্লা, সাহিদ সরদার, সাহিন সেখ,রাসেল, কাউসার, মুন্নু,রানা, কাজল, সবুজ, দেলোয়ার, সুজন, পারভেজ, শফিক প্রমুখ।

এসময় তারা জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ফরিদপুর জেলা যুবলীগের সভাপতি জিয়ারুল হাসান মিঠু  ও যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান শামীম এবং যুব সমাজের আইকন তরুন সমাজের শেষ ভরসা যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাহাত খানের সার্বিক নির্দেশনায় ঈশান গোপালপুর ইউনিয়নের  নেতাকর্মীরা প্রখর রোদ ও গরমে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।

কৃষক হাবিবুর শেখ বলেন, ‘শ্রমিক সংকটের কারণে আমি জমির ধান কাটতে পারছিলাম না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। যুবলীগের নেতা-কর্মীরা আজ আমার যে উপকার করলেন এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। 

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত